জীবন বাঁচাতে পারে ভারত, আমরা পিছু হঠতে পারি না: মোদী

করোনা সংকটে যখন বিশ্বে মৃত্যুমিছিল বেড়েই চলেছে। তখন জীবন বাঁচাতে পারে ভারত। কাজেই তা থেকে দেশ বিরত থাকতে পারে না। সেই কারণেই করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্য দেশগুলির পাশে দাঁড়িয়েছে দিল্লি। এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস, দেশে এই ওষুধের চাহিদা মেটাতে কোনও সমস্যা হবে না।
বিভিন্ন দেশ ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির অনুরোধ করার পর জরুরি বৈঠকে এই ওষুধের উত্‍‌পাদন বিপুল বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই দাবি করে সূত্র জানিয়েছে, যখন আধিকারিকরা এই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেছিলেন, তখন সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ভারতের এই ওষুধ উত্‍‌পাদনের কী পরিসংখ্যান হতে পারে, তা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রোগী, রোগীর আত্মীয়, স্বাস্থ্যকর্মী সবার প্রয়োজন খতিয়ে দেখে এর উত্‍‌পাদন বিপুল মাত্রায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, ওই বৈঠকে মোদী বলেছিলেন, ‘এটা একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে ভারত জীবন বাঁচাতে পারে এবং আমরা এই অবস্থায় পিছু হঠতে পারি না।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন