এতদিন মানবদেহেই কোভিড ১৯ করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। এবার কোনও পশুর দেহেও করোনার উপস্থিতি টের পাওয়া গেলো। বলা যেতে পারে বিশ্বে এই প্রথম কোনও পশুর শরীরেও সংক্রমিত হল কোভিড ১৯। ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউইয়র্কের একটি চিড়িয়াখানায়। জানা গেছে, নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানায় মালায়ান স্ত্রী বাঘের শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ ঘটছে। বাঘটির বয়স চার বছর।
Last night, on the advice of my doctor, I went into hospital for some routine tests as I’m still experiencing coronavirus symptoms. I’m in good spirits and keeping in touch with my team, as we work together to fight this virus and keep everyone safe.
— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) April 6, 2020
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুত্রে জানা গিয়েছে, এই বাঘটি ছাড়াও আরও পাঁচটি বাঘ ও সিংহের শরীরে করোনা উপসর্গ দেখা গিয়েছে। আরও দুটি বাঘ সহ তিনটি সিংহের শরীরে একই উপসর্গ যেমন শুকনো কাশি, জ্বর প্রভৃতি উপসর্গ মিলেছে। তবে চিড়িয়াখানার অন্যান্য পশুদের মধ্যে এই সংক্রমণ ছড়ায়নি বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে ওই চিড়িয়াখানায় কোন কর্মীদের থেকে বাঘটিট শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে। যারা পশুদের দেখভালের দায়িত্বে থাকেন, তাদের মধ্য থেকেই বাঘটি সংক্রমিত হয়েছে বলে মনে করা হচ্ছে।