করোনাকে সামলে লকডাউন ওঠার পর রাজ্যের আর্থিক উন্নতি কীভাবে সম্ভব, তা নিয়ে পরামর্শ নিতে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সোমবার বিকেলেই অভিজিৎবাবুর সঙ্গে কথা বলেন। তিনিও রাজিও হয়েছেন।
এছাড়াও ডা: স্বরূপ সরকারকে নিয়ে গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এই বোর্ড পরামর্শ দেবেন। ডা: সুকুমার বন্দ্যোপাধ্যায় ও ডা: অভিজিত চৌধুরি কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন। অন্যান্য সদস্যদের ঠিক করবেন অভিজিৎবাবু।
এখন দেশে লকডাউন। এপ্রিলের ১৪ তারিখ লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, লকডাউন পুরোপুরি তুলে নিলে ব্যাপক হারে ছড়াতে পারে সংক্রমণ। তাই অনেকেরই ধারণা, পুরোপুরি না হলেও আাঞ্চলিক স্তরে লকডাউন জারি থাকতেই পারে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের মতো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারতীয় অর্থনীতিও। যা বিভিন্ন সমীক্ষায় ইতোমধ্যেই উঠে আসছে। এক্ষেত্রে বাদ যাবে না রাজ্যগুলির আর্থিক পরিস্থিতিও। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
গত ২৮ মার্চ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নোবেলজয়ী অভিজিৎ ও তাঁর নোবেলজয়ী স্ত্রী এস্থার ডাফলো সচেতনতার বার্তা প্রচার করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।