লকডাউনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার প্রধান এইচডি দেবগৌরার নাতি নিখিল কুমারস্বামীর বিয়ে। আর তা নিয়েই কর্ণাটক রাজনীতি উত্তাল। বিধি না মেনে অনুষ্ঠান করলে কুমারস্বামী পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি শাসিত কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ। অবশ্য এদিন উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছেন, “যদি বিয়ের অনুষ্ঠানে লকডাউনের বিধি লঙ্ঘন হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” পাল্টা কুমারস্বামী বলেছেন, “বিধি লঙ্ঘন করার কোনও প্রশ্নই ওঠে না। বিধি মানার জন্যই বিয়ের অনুষ্ঠানের জায়গা বদল করা হয়েছে এবং অতিথিদের আসতে বারণ করে দেওয়া হয়েছে।” পাত্রের বাবা এও বলেন, “আমি একজন জনপ্রতিনিধি। আমি জানি কতটা কী করতে হবে।” প্রসঙ্গত, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ছেলের সঙ্গে কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার ভাইজি রেবতীর সঙ্গে। বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছিল। শুক্রবার তাঁদের বিয়ে। প্রথমে ঠিক ছিল বেঙ্গালুরুর একটি রিসর্টে হবে নিখিল-রেবতীর বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় দেবগৌরা-পুত্র নিমন্ত্রিতদের উদ্দেশে বলেন, লকডাউনের জন্য জায়গা বদল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ২৮ কিলোমিটার দূরে তাঁদের খামার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে বলে জানান কুমারস্বামী। দলীয় নেতাকর্মী ও অন্যান্যদের উদ্দেশে কুমারস্বামী বিধি মেনে এই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন।পাশাপাশি জানানো হয়েছে, সমস্ত নিয়ম বিধি মেনেই বিয়ের আসর বসবে। দুই পরিবারের নিকট আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন