সুজন-চন্দ্রিমা-অরূপের যৌত উদ্যোগে রক্তদান শিবির।

লকডাউন পরিস্থিতিতে দেশজুড়ে রক্তের সংকট দেখা দিয়েছে। আর রাজ্যের এই রক্ত যোগানের সঙ্কট রাজ্য রাজনীতি এক করে দিল। সিপিএম নেতা সুজন চৌধুরীর সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী মিলে ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করলেন। জানা গিয়েছে, রাজ্যে রক্তের যোগানের ভারসাম্য বজায় রাখতে রক্তদান শিবিরের আয়োজন করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন। এরপরই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যোগাযোগ করেন সুজন বাবুর সঙ্গে এবং রাজ্য সরকারের গাড়িতে ভ্রাম্যমান রক্তদান শিবির করার। সেই গাড়িতেই বরং রক্তদান শিবির করা হোক। সেই অনুযায়ী, শুক্রবার কলকাতার নেতাজি নগরে ওই ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট ৩০ জনের রক্ত নেওয়ার সুযোগ ছিল। সুজন বাবুর নির্দেশে ৩০ জনেরই রক্ত নেওয়া হয়। এই উদ্যোগের পাশে থাকতে পৌঁছে যান চন্দ্রিমা দেবীও, যান রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসও। তাঁদের ধন্যবাদও জানিয়েছেন সুজন চক্রবর্তী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন