উড়িষ্যার কটক থেকে ৫ দিন পায়ে হেঁটে মালদার 19 জন শ্রমিক বেলদায় ।

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর – করোনা ভাইরাস প্রতিরোধ করতে দেশ জুড়ে লক ডাউন চলছে ।যার ফলে মানুষ চরম সংকটে পড়েছে । তাই খাবার ও থাকার চরম সংকটের দরুন উড়িষ্যার কটক থেকে পায়ে হেঁটে মালদা যাওয়ার জন্য রওনা দিয়ে ছিল প্রায় 19 জনের শ্রমিক দল।5 দিন আগে উড়িষ্যার কটক থেকে তারা বেরিয়ে ছিলেন আর বুধবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে এসে পৌঁছান তারা।স্থানীয়রা একসঙ্গে এত বহিরাগত লোক দেখতে পেয়ে বেলদা থানায় খবর দেয় ।তৎক্ষণাৎ বেলদা থানার পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদের পর স্থানীয় নেকুরসেনি বিদ্যাভবনে সাময়িকভাবে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে বেলদা পুলিশ প্রশাসন ।পুলিশ সূত্রে খবর বর্তমান তাদের ওখানে রেখে খাবার দাবারের ব্যাবস্থা করা হচ্ছে ।এরপর সমস্ত দিকে খতিয়ে দেখে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যোগাযোগ করে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করবেন তারা । বেলদা থানার পুলিশ কটক থেকে আসা পশ্চিম বঙ্গের মালদার 19 জন শ্রমিকের থাকা ও খাওয়ার ব্যবস্থা করায় খুশি মালদার ওই শ্রমিকেরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন