ঘাটালের চারজন মুম্বাই ফেরৎ যুবক কে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

ঘাটালের আরো চার জন মুম্বাই ফেরৎ যুবক কে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার নন্দনপুরএক গ্রাম পঞ্চায়েতের নিজামপুর গ্রামের এক যুবকের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তাকে মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।ওই ঘটনার পর ঘাটাল মহকুমার দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোনা থানা এলাকায় করোনা ভাইরাসের আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে । ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ঘাটাল মহকুমার রাধাবল্লভপুর, জয়নগর, রামজীবনপুরও জামিরা গ্রামের চারজন যুবককে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত সন্দেহে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ওই আক্রান্ত যুবকেরা প্রত্যেকেই মুম্বাই শহরে সোনার কারিগর হিসেবে কাজ করতো। কয়েকদিন আগে তারা বাড়ি ফিরে এসেছে । তাদের জ্বর ,সর্দি ও কাশির উপসর্গ দেখা দিয়েছে ,যার ফলে ওই যুবকদের করোনা ভাইরাস সংক্রমণ আক্রান্ত হয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা অনুমান করেন। যদিও পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তর থেকে তাদের করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে কোন কিছুই জানানো হয়নি ।কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল মহকুমা জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘাটাল মহকুমার দাসপুর এক ,দাসপুর দুই, চন্দ্রকোনা এক, চন্দ্রকোনা দুই ব্লকও ঘাটাল ব্লকের পাশাপাশি ঘাটাল মহকুমা য় থাকা পাঁচটি পৌরসভা এলাকায় করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাটাল মহকুমা বাসীকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে আপনারা গুজবে কান দিবেন না ,কেউ গুজব রটাবেন না, সতর্ক থাকবেন, আপনাদের পাশে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন রয়েছে। তা সত্ত্বেও মানুষ কার্যত করোনা ভাইরাস আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে পড়ে ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন