নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট–––– করোনা আতঙ্কের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ পরিবেশন করে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের পাশে দাঁড়ালেন বালুরঘাটের সাংসদ । পয়লা এপ্রিল সংসদ তহবিলের ৫ লক্ষ টাকা জেলার সমস্ত সাংবাদিকদের সুরক্ষার সামগ্রী কেনার জন্য বরাদ্দ করলেন সুকান্ত মজুমদার । যাতে করে করোনা আতঙ্কের মধ্যে কোন প্রকার ভয় না করে প্রকৃত সত্য সংবাদ তুলে ধরতে পারেন সাংবাদিকরা । মানুষ যাতে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলেন সেই বার্তাও দিতে পারেন তাঁরা ।
উল্লেখ্য এর আগেই করোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে সাংসদ তহবিলের ৩০ লক্ষ্য টাকা দান করেন সুকান্তবাবু । একই ভাবে কেন্দ্রের পিএম কেয়ার ফান্ডেও এক কোটি টাকা দান করেছেন বালুরঘাটের সাংসদ । আর্থিক ভাবে সাংসদের এমন সহযোগিতা করোনা মোকাবিলায় প্রশাসনকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।
সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃত সংবাদ তুলে ধরে মানুষকে সজাগ রাখছেন সাংবাদিকরা । তাঁদের সুরক্ষার তাগিদে উপযুক্ত পোশাক সহ অন্যান্য সামগ্রী কেনার জন্য জেলা শাসককে সংসদ তহবিলের ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে ।