নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের আতঙ্কের জেরে আবার কাজ হারাতে চলেছেন বেশ কিছু ভারতীয় কর্মীরা। তবে শুধু ভারতীয় কর্মীরা নয় তার সাথে চিন ও আমেরিকা থেকে এই কর্মী ছাটাই করবে Oyo হোটেলস। সূত্রের খবর আর্থিক মন্দার জেরে প্রায় ৫০০০ থেকে ২৫০০০ কর্মী নিজের কাজ হারাতে যাচ্ছে। এরমধ্যে সব থেকে বেশি ছাঁটাই করা হবে চিন থেকে।
সম্প্রতি জানা গিয়েছে, ২০১৯ সালে ৯৫.১ কোটি মর্কিন ডলার আয় করেছিল Oyo হোটেলের এই চেইনটি। তার আগের বছরের আয়ের পরিমাণ ছিল ২১,১ কোটি মার্কিন ডলার। আর গত কয়েক মাস ধরে চিনে করোনাভাইরাসের আতঙ্কের জেরে একেবারে বেহাল অবস্থা হয়ে দাঁড়াই Oyo। তার জেরে পর লোকসানের মুখ দেখতে হয় তাদের। তবে শুধু চিনে নয় আমেরিকা, ভারতের পাশাপাশি বেশ কিছু জায়গায় লোকসান হয় তাদের। আর এবার এই লোকসান থেকে আবার ওঠে দাঁড়াতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে চলেছে Oyo-র প্রতিষ্ঠাতা তথা CEO রীতেশ আগরওয়াল।
উল্লেখ্যযোগ্য, ২০১৩ সালে সফটব্যাংকের আর্থিক মদত পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে খুব দ্রুত শাখাপ্রশাখা বিস্তার করে চলেছে Oyo। সেইসঙ্গে এই ভারতীয় স্টার্টআপ সংস্থার বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার কোটি মার্কিন ডলার।