আমার সকাল : করোনাভাইরাসকে আটকাতে নয়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ কিম-র

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিনে মৃত্যু হয়েছে ৩০০০-রে বেশি। তবে শুধু চিনে নয় বর্তমানে ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। করোনার শিকার হয়ে দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আর এবার করোনাভাইরাস নিয়ে কঠিন নিয়ম গ্রহণ করল উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। শুক্রবার রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি সেনা-মহড়া হয়েছে কিমের দেশে।

যদিও নোভেল করোনাভাইরাসে আক্রান্তের কোনও খবর এখনও পর্যন্ত জানায়নি পিয়ংইয়ং। তবে সে দেশেও যে করোনা-পরীক্ষা চলছে, তা স্বীকার করা হয়েছে KCNA। তারা জানিয়েছেন, বিমানবন্দর, সমুদ্র- বন্দর ছাড়াও সীমান্ত এলাকাতে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিদেশ থেকে ভাইরাস আমদানি হতে পারে, এমন সমস্ত আশঙ্কার জায়গাই ‘সিল করতে’ নির্দেশ দিয়েছেন শাসক কিম। আপদকালীন সময়ে সেনার ‘তৎপরতা ও শক্তি’ খতিয়ে দেখতেই এই মহড়া বলে জানিয়েছে KCNA।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন