নিজস্ব প্রতিনিধি : গোটা বিশ্বে ক্রমশ জাঁকিয়ে বসছে করোনা আতঙ্ক। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেরে দাঁড়িয়েছে ৫০০০ বেশি। আর আক্রান্ত সংখ্যা ১ লক্ষের বেশি। তারমধ্যে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জন। এই পরিস্থিতি আর করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে করোনা সংক্রমণ রোধে একগুচ্ছ সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন তিনি।
এদিন এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি সরকারিভাবে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। আগামী ৮ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক কিছু শিখতে হবে। সেইসঙ্গে এই ভাইরাসকে আমাদের কোণঠাসা করতে হবে।’ তিনি আরও বলেছেন, ”করোনা রুখতে সরকারি কোষাগার থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৭ হাজার কোটি টাকা খরচ করা হবে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আমেরিকার প্রতিটি হাসপাতালকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।”
ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।