নিজস্ব প্রতিনিধি : হলিউড জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকস ও তাঁর স্ত্রী রিটা উইলসন পর এবার করোনাভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। সোফি গ্রেগরি-ট্রুডোর শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিতেই নিজেদের ঘরবন্দি করে রাখার সিদ্ধান্ত নেন ট্রুডো। দুজনেই স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। জানায় কানাডার প্রধানমন্ত্রীর দফতর।
গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দিতে যান জাস্টিনের স্ত্রী। দেশে ফেরার পরেই ফ্লুতে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে। তাঁকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে। এ প্রসঙ্গে সোফি জানান, “শারীরিক সমস্যা হচ্ছিল। পরীক্ষায় ধরা পড়ে আমি COVID-19 পজিটিভ। আশা করছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।”
আমার সকাল : করোনাভাইরাসে আক্রান্ত হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকস ও তাঁর স্ত্রী রিটা উইলসন
তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সুস্থই আছেন। তাঁর মন্ত্রক জানিয়েছে, এখনও অবধি কোনও উপসর্গ ধরা পড়েনি তাঁর ক্ষেত্রে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনিও ১৪ দিন আইসোলেশনে থাকবেন।
কানাডায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৩ জন, আর মারা গিয়েছেন ১ জন। রোগের প্রকোপ সবথেকে বেশি ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও, অ্যালবার্টা, কুইবেক এবং ম্যানিটোবা প্রদেশে। এই রোগ মোকাবিলায় একশো কোটি ডলার মঞ্জুর করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।