আমার সকাল : করোনাকে আটকাতে মোদীর আবেদনে সাড়া দিয়ে ভিডিয়ো কনফারেন্স করতে প্রস্তুত ইমরান

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে এই মুহূর্তে ভারতে আক্রান্ত ৮৩ জন। কর্ণাটক ও দিল্লিতে দু’জনের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বে এই মুহূ্র্তে কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার ২২ জন মানুষ করোনায় আক্রান্ত। মারণ ভাইরাসের ফলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪৪৩ জন। সার্ক-ভুক্ত দেশগুলিতে এই আক্রান্তের সংখ্যা ১২৬। এই পরিস্থিতিতে মোদীর আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এল পাকিস্তান। এদিকে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ জন।

নোভেল করোনার মোকাবিলায় সার্ক অন্তর্ভুক্ত দেশগুলিকে গঠনমূলক আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘সার্ক অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির নেতৃত্বকে করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য শক্তিশালী কৌশল রচনা করতে আহ্বান জানাচ্ছি। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। কী ভাবে আমাদের নাগরিকদের সুস্থ রাখতে হবে তার আলোচনা করতে হবে আমাদের।’’

প্রসঙ্গত, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা- এই ৮টি দেশ SAARC-এর সদস্য।

শনিবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি টুইট করে জানিয়েছেন, নোভেল করোনা নিয়ে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করতে প্রস্তুত পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। টুইটারে আয়েশা ফারুকি লেখেন, ‘‘কোভিড-১৯ আতঙ্ক নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ নিয়ে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করতে প্রস্তুত প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা।’’

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন