নিজস্ব প্রতিনিধি : বিশ্বজুড়ে করোনা প্রকোপ যেন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। চিন, ইতালির, আমেরিকা, ভারতে সহ বিশ্বের ১২৩টি দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রবিবার দুপুর পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজারে বেশি। এরমধ্যে ব্রিটেনে করোনা আক্রান্ত ২১ জন। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০ জন। এবার করোনাভাইরাস আতঙ্কে বাকিংহ্যাম প্রাসাদ ছাড়লেন ব্রিটেনের রানি এলিজাবেথ-২। তাঁকে পাঠানো হল উইন্ডসোর ক্যাসলে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস থেকে রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় উইন্ডসোর ক্যাসলে। রানি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এখনই তাঁকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময়। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত প্যালেসের কর্মীরা। প্যালেসে যারা আসছেন তাদের খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। কয়েক সপ্তাহ পরেই রানির জন্মদিন। তখন তাঁর সঙ্গে দেখা করতে আসবেন বহু মানুষ। তাই আগেভাগেই ব্যবস্থা নেওয়া হল।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেওযা হল মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মস্থান আল আকসা মসজিদও। রবিবার জেরুজালেমের ওয়াকফ কমিটি এই সিদ্ধান্তের কথা ঘোষণা গ্রহণ করেছে। আজ মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, “ইসলামি ওয়াকফ কমিটি করোনাভাইরাস বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। আমরাও তা মানছি। ওঁরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল আকসা মসজিদের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না।”