করোনার প্রকোপ পড়েছে সর্বত্র। এর ফলে ভারতীয় জনজীবন স্তব্ধ। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলছে ছড়িয়ে না পড়ে সেজন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তেমনি রাজ্যসভা নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামী ২৬ মার্চের রাজ্যসভা নির্বাচন পরে করা হবে। আপাতত স্থগিত রাখা হয়েছে রাজ্যসভা নির্বাচন। অর্থাৎ, আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাজ্যসভা নির্বাচন হচ্ছে না। এবিষয়ে রাজ্যের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে রাজ্যসভা নির্বাচন কবে হবে তা জানানো সম্ভব নয়। তবে স্থগিতাদেশ জারি থাকবে। পরে নির্বাচনের দিন জানানো হবে। প্রসঙ্গত, রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯। ইতিমধ্যেই একজনের মৃত্যু ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন এর চিকিৎসা চলছে। পাশাপাশি আইসোলেশনে রয়েছেন অনেকেই।