করোনাভাইরাস মোকাবিলার জন্য লকডাউন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় সাধারণ নাগরিক যাতে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে না পড়েন, সেজন্য বড় আর্থিক ছাড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন যে,ব্যক্তিগত করদাতা ও ছোট, মাঝারি এবং বড় শিল্পসংস্থাগুলির ৩১ মার্চের বদলে ৩০ জুন আয়কর জমা দেওয়ার শেষ তারিখ। এদিন সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমণ জানান, ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। তা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। শুধু তা নয়, দেরিতে আয়কর জমা দেওয়ার জন্য সরকারকে যে সুদ দিতে হয় তাও ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। পাশাপাশি । এই মাসের ৩১ তারিখের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক ছিল। তার মেয়াদও বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত সারা রাজ্য লকডাউন। কিন্তু এই সময়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্রের পরামর্শে নতুন প্রকল্প ‘প্রচেষ্টা’ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যের অসংগতি ক্ষেত্রের শ্রমিকদের জন্য একহাজার টাকা করে.অনুদান দেবে রাজ্য সরকার। এজন্য ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ‘প্রচেষ্টা’ প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তিনি জানান, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে আর্থিক সীমাবদ্ধতা সত্বেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।