ভবানীপুরের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ১০ টি ইঞ্জিন ।

আবার শহর কলকাতায় বিধ্বংসী আগুন লাগল। এবার ভবানীপুরের বহুতলে আগুন লেগেছে। এরফলে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার সকালে ভবানীপুর সাউথ সিটির গালাক্সিতে ১৭ তলে বিধ্বংসী আগুন লাগে। এমনকি এই আগুন নিচের তলগুলিতেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। মনে করা হচ্ছে, রান্নার গ্যাসে বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ায় ভরে গিয়েছে বহুতল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু বহুতলের ১৭ তলায় আগুন লাগায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এজন্য আগুন ১৭ তলায় লাগায় নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক ল্যাডারও। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। পাশাপাশি ওই বহুতলের সকল বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। আগুনের তীব্রতা ও আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে গিয়েছেন দমকলের অধিকর্তা। ঠিক কি কারণে ওই বহুতলে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে সব দিক খতিয়ে দেখছে দমকল বাহিনীর। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন