করোনার আঁতুরঘর উহানে শুরু ট্রেন চলাচল, যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা ।

সারা ইউরোপ যখন করোনা ত্রাসে কাঁপছে, সেই সময় করোনার উৎপত্তিস্থল উহানের পরিস্থিতিটা একটু অন্যরকমের। সেখানে সাবওয়েগুলিকে চালু করা হয়েছে। দুরপাল্লার ট্রেন পরিষেবাও শুরু হয়েছে। তবে তা হয়েছে প্রায় ২ মাস পর। প্রায় এককোটি ১০ লক্ষ বাসিন্দার বসবাসকারী উহানে ভাইরাস রিস্ক ইভালুয়েশন হাই থেকে মিডিয়াম করা হয়েছে।

পাঁচ মিনিটেই করোনা পরীক্ষা সম্ভব, জানাল মার্কিন ল্যাব ।

শনিবার থেকে উহানে ট্রেন পরিষেবা শুরু হয়েছে। প্রায় দুমাসের লকডাউন শেষে এই পরিষেবা শুরু করেছে প্রশাসন। হুবেই প্রদেশের রাজধানী ছটি মেট্রো লাইনের যাত্রীদের বলা হয়েছে, তাঁদের স্বাস্থ্যের কিউআর কোড স্ক্যান করতে। মেট্রো স্টেশগুলোতে ঢোকার আগে সবার দেহের তাপমাত্রাও পরীক্ষা করার কথা জানা গিয়েছে। আর ট্রেনে বসার সময় ফাঁকা করে বসতেও যাত্রীদের বলা হয়েছে।

তবে বেশিরভাগ মানুষেরই মধ্যে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে। যেখানে একেবার হাল্কা থেকে মাঝারি লক্ষণ দেখা যাচ্ছে। জ্বর এবং কাশি দেখা যাচ্ছে। তবে তা দু থেকে তিন সপ্তাহের নিরাময় হয়ে যাচ্ছে বলেও দাবি করা হচ্ছে। তবে প্রবীণ মানুষ এবং যাঁদের শারীরিক অসুবিধা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সংক্রমণ মারাত্মক হতে পারে। নিউমোনিয়া থেকে মৃত্যু সবই হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন