খোলা হলো মিষ্টির দোকান, খুশি ক্রেতারা ।

হলদিয়াঃ লকডাউন,  আর সেই লকডাউনের কারনে অন্যান্য দোকানের পাশাপাশি বন্ধ ছিলো মিষ্টির দোকান। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করে জানিয়ে দেন মঙ্গলবার অর্থাৎ  ৩১ মার্চ থেকে সমস্ত মিষ্টির দোকান খোলা যাবে। তবে দুপুর ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর ঘোষনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি  পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাধিক মিষ্টির  দোকান খোলা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মিষ্টির  দোকান খোলায় দোকানে দোকানে ভীড় জমে উঠেছে। হাতে মিষ্টি পেয়ে খুশি ক্রেতারা।বাঙালির প্রিয় খাবারের তালিকায় মিষ্টি  রয়েছে। যেকোন শুভ কাজে মিষ্টি মুখ না করলে অসম্পূর্ণ বলে মনে হয়।
https://aamarsakal.com/is-india-in-stage-three-the-question-arises-concerned-health-department/
তাই লকডাউনের ফলে মিষ্টি দোকান বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়েছিলেন। কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়ায় খুশি সকলেই। ক্রেতা দেবাশিস মাইতি, স্বরুপ দাস অধিকারী জানান, মহিষাদল ছানার মুড়কি ও রসগোল্লার জন্য বিখ্যাত। লকডাউনের যেরে মিষ্টি দোকান  বন্ধ থাকায় আমাদের একটু সমস্যা হচ্ছিলো। কিন্তু ঠিক সময়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দোকান খোলায় আমার ভীষণ খুশি। বিক্রেতা সঞ্জয় দাস জানান, দোকান খোলার অনুমতি পেয়ে খুশি তবে সময়সীমা একটু বাড়ানো হলে ভালো হতো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন