রাজ্যে ক্রমশ একের পর এক রোগীর করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। গত ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মোট ৪ জনের দেহে কোভিড ১৯-এর নমুনা মিলেছে। ইতিমধ্যেই এরমধ্যে একজনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যে করোনার গ্রাসে বলি ৩ জন। গতকাল রাজ্যে মারা গেলেন আরও একজন। সোমবার রাতে হাওড়া হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। জানা গেছে,জেনারেল ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গেই রাখা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, বছর ৪৮ এর ওই মহিলার মৃত্যুর পরে তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছোয় হাসপাতালে। জানা যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। ওই মহিলা সম্প্রতি ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে।ফিরে আসার এক সপ্তাহ পর থেকেই তাঁর জ্বর ও সর্দি কাশি হয়। প্রথমে পাড়ার ডাক্তারের কাছেই চিকিৎসা করেন। না কমায় যান হাওড়ার সত্যবালা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় রবিবার হাওড়া হাসপাতালে দেখাতে আসেন তিনি। উপসর্গ দেখে এখান ডাক্তাররা তাঁকে ভর্তির পরামর্শ দেন।
ডিউটিতে যোগ দিতে 60 কিলোমিটার সাইকেল চালিয়ে থানায় এলেন এসআই ।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে এক রোগীর দেহে করোনার নমুনা মিলেছে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের নিজামপুর গ্রামের বাসিন্দা গণেশ জানা গত ২২ মার্চ মুম্বই থেকে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার তাঁর লালরস পরীক্ষা করে কোভিড ১৯ এর উপস্থিতি মেলে।
এছাড়াও রাজ্যে আরও দু’জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। টালিগঞ্জের এক মহিলা ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি আছেন। তার দেহেও কোভিড ১৯ এর সংক্রমণ মিলেছে এসএসকেএমের পরীক্ষাগারে। অন্যজন পঞ্চাশোর্দ্ধ এক ব্যক্তি ভর্তি আছেন সল্টলেক আমরি হসপিটালে তার দেহেও করোনা সংক্রমণ মিলেছে।