বাসন্তী পুজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গরীব দুঃস্থ মানুষদের হাতে চাল,ডাল,সহ খাদ্যসামগ্রী তুলে দেবেন পুজো কমিটি।

হলদিয়াঃ আতঙ্কের নাম করোনা। আর সেই করোনের প্রভাবে গোটা দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ দোকানপাট থেকে শুরু করে যান চলাচল সবই। এর মাঝে প্রশাসনের তরফ থেকে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এর মাঝে লকডাউন জারি করায় মাথায় হাত পড়েছে গরিব দুঃখী মানুষদের। দিন আনা দিন খাওয়া গরিব মানুষের লকডাউনের জেরে দু’বেলা দু’মুঠো অন্ন জোটানো দায় হয়ে দাড়িয়েছে। এমন পরিস্থিতিতে পুজো বন্ধ করে সেই টাকা গরীব দুঃস্থ মানুষদের বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে লকডাউন এর নজির ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চাউলখোলা গ্রামের আশার আলো সোসাইটি। প্রতিবছরের মতো এবছরও তাদের বাসন্তী পূজার আয়োজন করা হয়েছিল। এ বছর তাদের পূজো রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। তাই প্রস্তুতি একটু অন্য আবেগেই প্রথম থেকে চলছিল। কিন্তু এর মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায় নভেল করোনা। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা ক্লাবের পক্ষ থেকে পুজো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিবর্তে পুজোর জন্য বরাদ্দ টাকা এলাকার অসহায় দীন দরিদ্র না খেতে পাওয়া মানুষদের হাতে যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন সংস্থার কর্মকর্তারা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখন গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে গরীব দুঃস্থ মানুষদের হাতে চাল,ডাল, সহ যাবতীয় খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে তারা। এরফলে হাসি ফুটেছে গরিব-দুঃখী সকল মানুষের মুখে।। সংস্থার সদস্যরা জানান, “সাধারণ মানুষ ভালোভাবে বেঁচে থাকুক এটাই আমাদের মূল লক্ষ্য। তাই সাধারণ মানুষকে দুঃখী না রাখতে চাওয়ার জন্যই আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি”।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন