নিজস্ব প্রতিনিধি : ইরানে আটকে থাকা ভারতীয়দের মধ্যে ২৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত। এর পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন ১২ করোনা আক্রান্ত ভারতীয়। বুধবার এমনটাই জানাল কেন্দ্র। তবে এর আগে ইরান থেকে দু’দফায় ৩৮৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
জানা গিয়েছে, লাদাখের কারগিল থেকে ৮০০ জনের একটি প্রতিনিধি দল ইরানে গিয়েছিল। গত ফেব্রুয়ারি থেকে সেখানেই আটকে রয়েছেন সেই দলের সদস্যরা। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুনে থেকে একদল চিকিৎসককে ইরান পাঠিয়েছে ভারত সরকার। সেখানে উপস্থিত ভারতীয়দের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য তাঁদের পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন ১২ জন ও ইতালিতে ৫ জন ও হংকং, শ্রীলঙ্কা, কুয়েত ও রোয়ান্ডায় করোনা আক্রান্ত ১ জন করে।
ইরানে এখনও পর্যন্ত ১৪,০০০ আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৭০০ জনের। ফলে আশঙ্কা আরও তীব্র হচ্ছে ভারতীয়দের মধ্যে।