লকডাউন শিথিল করে 'পয়লা বৈশাখে ছাড় দিতে পারি', জানালেন মুখ্যমন্ত্রী ।

২১ দিন টানা লকডাউন চলবে। লকডাউনের শেষ দিন ১৪ এপ্রিল। এরমধ্যে পড়ছে পয়লা বৈশাখ। বাঙালির অন্যতম একটি অনুষ্ঠান। আর সেইকারণেই পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শিথিল করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,”কিছু ছাড় দেব। সেটা ৩১ তারিখ পর্যালোচনা করে স্থির করব। ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন। এর মধ্যে পয়লা বৈশাখও পড়বে। পঞ্জাবেরও নতুন বছর আছে। পরে বিবেচনা করে জানাব, কী কী ছাড় দেব।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “২১ দিনের লকডাউনে খাদ্যশস্যের অভাব হবে না৷ বলেছেন, ”২১ দিন পার হয়ে গেলে খাবার পাব না, এমনটা ভাববেন না। একমাসের রেশন একবারে দিয়ে দিচ্ছি। আপনাদের কেউ দেখার জন্য নেই ভাববেন না।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন