সারা দেশে ২১ দিনের লকডাউন চলছে। এমতাবস্থায় রাজ্যে বসবাসকারী অস্থায়ীদের জন্য অনুদান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ৫০ লক্ষ টাকার চাল অনুদান দিলেন। পশ্চিমবঙ্গে যাঁদের স্থায়ী বাড়ি-ঘর নেই তাঁদের কোনও স্কুল কিংবা শেল্টারে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মাছ-মাংস না হলেও খিচুরি খাওয়াতে পারবে রাজ্য সরকার। সেই কাজেই কিছুটা সাহায্য করতে সেখানে থাকা মানুষদের জন্য এবার ৫০ লক্ষ টাকার চাল দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।সৌরভ ছাড়াও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও ৫ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ইমারজেন্সি রিলিফ ফান্ডে দান করেছেন।বুধবার সাংবাদিক সম্মেলনে এই আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সাংসদ-বিধায়ক নিজেদের তহবিল থেকে যতটা পেরেছেন অনুদান করেছেন। সেই পথেই দেখা গেল সৌরভকে। তবে আর্থিক সাহায্য না করে সরাসরি ৫০ লক্ষ টাকার চাল দিলেন তিনি।এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ।