আমার সকাল : করোনা আতঙ্কের জেরে বন্ধ বিশ্বের সব থেকে বড় গাড়ি কারখানার উৎপাদন

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের জেরে এবার বিশ্বের সব থেকে বড় গাড়ি কারখানায় উৎপাদন বন্ধ করল হুন্ডাই। এই গাড়ি কারখানা বন্ধ করতে একপ্রকার বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এরফলে প্রায় ২৫ হাজার কর্মীর নিয়মিত কাজ বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই পুরো বেতন পাচ্ছেন না।

তবে প্রশ্ন হতে পারে কেন দক্ষিণ কোরিয়ায় তো করোনাভাইরাসের আতঙ্ক ছড়ানি? আসলে দক্ষিণ কোরিয়ায় ওই কারখানায় যেসব গাড়ি তৈরি হয় তার যন্ত্রপাতির একটা বড় অংশই চিন থেকে আমদানি করা হয়। আর করোনাভাইরাসের আতঙ্কে এখন গোটা চিন স্তব্ধ হয়ে গিয়েছে। বন্ধ করা হয়েছে বিভিন্ন কারখান। এরফলে যন্ত্রপাতির সাপ্লাইলাইনও বন্ধ হযে গিয়েছে। সেই প্রভাবেই বন্ধ উসলান কমপ্লেক্স। জানা গিয়েছে, উসলান কমপ্লেক্সে গাড়ি তৈরির পাঁচটি প্ল্যান্ট রয়েছে। পাঁচটি প্ল্যান্ট মিলিয়ে এই কমপ্লেক্সে বছরে তৈরি হয় ১৪ লাখ গাড়ি। সেই কারখানা আপাতত বন্ধই চিনে।

করোনাভাইরাসের আতঙ্কের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। গোটা চিনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৩৬ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ২৮ হাজার। এখনও পর্যন্ত ২৩টি দেশে এই করোনাভাইরাস ছড়িয়েছে। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১১ ছাড়িয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি নভেল করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভরতি হন, তিনি যে বাড়িতে থাকতেন সেখানকার এক বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হয়ে আগেই হাসপাতালে ভরতি হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন