আমার সকাল : ভুল করে সঠিক তথ্য প্রকাশ, করোনাভাইরাসে মৃত সংখ্যা ৬৩৬ নয় ২৫ হাজার, দাবী চিনা সংস্থার

নিজস্ব প্রতিনিধি : চাঞ্চল্যকর তথ্য প্রকাশ! গোটা চিনে নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ২৫ হাজার। আর আক্রান্ত হয়েছে ৩১ হাজার ১৬১ জন। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে চিনা বহুজাতিক সংস্থা ‘Tencent’। তবে সরকারিভাবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা গতকাল পর্যন্ত প্রকাশ করা হয়েছে ৬৩৬। ‘Tencent’-র তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। তারপরই তাৎপর্যপূর্ণভাবে নিজেদের অবস্থান পাল্টে সরকারি পরিসংখ্যানই ওয়েবপেজে তুলে ধরেছে চিনা বহুজাতিক সংস্থাটি।

তাইওয়ানের একটি সংস্থার কথায়, ‘‘টেনসেন্ট নামে ওই সংস্থাটি অনিচ্ছাকৃত ভাবে হলেও আসল মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে।’’ এদের ওয়েবপেজে আরও জানানো হয়েছে, সংক্রমণের পরে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন। অনেকে এখনও বিশ্বাস করছেন, টেনসেন্ট ভুল করে তাদের রিপোর্টে ওই সংখ্যাটি লিখেছে। যদিও একাংশের মতে, তারা হয়তো বাস্তব পরিস্থিতিটাকে প্রকাশ্যে আনতে চাইছে। টেনসেন্ট এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

এখনও পর্যন্ত ২৩টি দেশে এই করোনাভাইরাস ছড়িয়েছে। এ দিনও ব্রিটেন থেকে নতুন করে এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর এসেছে। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১১ ছাড়িয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি নভেল করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভরতি হন, তিনি যে বাড়িতে থাকতেন সেখানকার এক বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হয়ে আগেই হাসপাতালে ভরতি হয়েছেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন