নিজস্ব প্রতিনিধি : চিনের উহান শহর যেন এখন করোনাভাইরাসের আতুরঘর। গোটা চিনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৩৬ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ২৮ হাজার। তবে যে চিকিৎসক করোনাভাইরাসের কথা প্রথম জানিয়ে ছিলেন সে চিকিৎসককে গুরুত্ব দেয় নিন চিনা পুলিশ। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের।
গত ৩০ ডিসেম্বর অপথ্যালমোলজিষ্ট লি ওয়েনলিয়াঙ প্রথম বলেছিলেন মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশে। যা সংক্রমণ সবচেয়ে বেশী ছড়াবে উহানে। এরপরই ৩১ ডিসেম্বরই উহানের সি-ফুট মার্কেট থেকে ভাইরাসের সংক্রমণের কথা প্রথম সামনে আসে। আক্রান্ত হন এক ব্যক্তি। তারপরেই মহামারীর মতো ছড়িয়ে পড়তে থাকে ভাইরাসের সংক্রমণ।
৩৪ বছরের লি ওয়েনলিয়াঙ পেশায় সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক। ভাইরাসের হানা থেকে বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দেশের মানুষের কাছে তিনি ছিলেন ‘ন্যাশনাল হিরো।’ ভাইরাসের সংক্রমণের কথা একসময় প্রচার করার জন্যে পুলিশের রোষ নজরেও পড়েন।
উহান সেন্ট্রাল হাসপাতালের তরফে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত পৌণে তিনটে নাগাদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত্যু হয় লি ওয়েনলিয়াঙের। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে শরীরে নানা অঙ্গ বিকল হতে শুরু করে। ডাক্তাররা জানান, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত হন লি। শরীরে খোঁজ মেলে করোনাভাইরাসের। সংক্রমণ এতটাই গভীরভাবে ছড়িয়ে পড়েছিল যে বাঁচানো যায়নি লি-কে। হাসপাতালে তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, লি-র মৃত্যুতে শোকস্তব্ধ গোটা উহান।