আমার সকাল: মুসলিমরা এক হও, দিল্লির ছবি ভাইরাল করছে আইএস! নয়াদিল্লিকে সর্তক করল মার্কিন গোয়েন্দা সংস্থা

নিজস্ব সংবাদদাতা:  দিল্লি হিংসার ছবি দেখিয়ে ফের বিদ্বেষমূলক পোস্ট করতে শুরু করেছে ইসলামিক স্টেট (আইএস)। ভারতীয় গোয়েন্দাদের সতর্ক করল মার্কিন ইনটেলিজেন্স গ্রুপ। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, আইএসের মিডিয়া ইউনিট থেকে সম্প্রতি টুইটার পোস্ট করে নানারকম উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। হিংসায় মদত দিতে ধর্মীয় বিভেদমূলক ছবি ও সোশ্যাল মিডিয়া পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি মার্কিন গোয়েন্দাদের।

তাঁরা নয়াদিল্লিকে সর্তক করে জানিয়েছে, গোপনে গোপনে জেহাদ বিস্তার করার চেষ্টা করছে IS। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে তারা এই ছবি ছড়িয়ে দিচ্ছে। এমনকি উসকানিমূলক মন্তব্যও পোস্ট করছে তারা। লেখা হচ্ছে, “ভারতে মুসলিমরা অত্যাচারিত। তাই ভারতের মুসলিমরা এক হোক।” মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা SITE সূত্রে এমন খবর মিলছে। মার্কিন এই সংস্থা জঙ্গিগোষ্ঠির অনলাইন কার্যকলাপের উপর নজর রাখে। তারাই এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে।

জানা গিয়েছে, রাস্তায় ফেলে CAA বিরোধী এক মুসলিম ব্যক্তিকে মারধর করা হচ্ছে, এই ছবি তুলেছিলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক চিত্র সাংবাদিক। ‘দিল্লিতে এক মুসলিম ব্যক্তিকে মারধর করছে CAA সমর্থকরা’, এই মর্মে ক্যাপশন করে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। সেই ছবিটিকে ব্যবহার করছে আইসিস জঙ্গিরা। ‘ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে’, এই বিষয়টি তুলে ধরে আইএস জঙ্গিরা ভারতীয় মুসলিমদের নিজেদের দিকে টানতে চাইছে।

View image on Twitter

যাতে ভারতে সন্ত্রাসের জাল বিস্তার করতে সুবিধা হয়।শুধু ছবি নয়, নিজেদের টুইটার হ্যান্ডেলে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যও করেছে আইএস। তারা লিখেছে, “সব মুসলিমরা এক হও। যারা লড়াই করছে, তারা অনুমতি পেয়েছে, কারণ তারা ভুল করছে। আল্লাহ শক্তি দেবে, যাদের অন্যায়ভাবে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে তারা শুধু বলেছিল, আমাদের ঈশ্বর আল্লাহ।” দিল্লির দাঙ্গার বেশ কিছু ছবি ও ভিডিও বিকৃত করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি গোয়েন্দাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন