আমার সকাল : পাকিস্তানের সেনা হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস, রাষ্ট্রপুঞ্জের দেওয়ালে ব্যানারে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৪৩ তম অধিবেশন জেনেভায় শুরু হয়েছে। তারমধ্যে শনিবার মানবাধিকার কাউন্সিলের অফিসের বাইরে একটি ব্যানার ঝুলতে দেখা যায়। তাতে লেখা ছিল, পাকিস্তানের সেনা হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস। পাকিস্তান বিশ্বের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এই অধিবেশন চলবে ২০ মার্চ পর্যন্ত।

পাকিস্তানের সরকার দীর্ঘকাল ধরে গোপনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে অর্থসাহায্য করে এসেছে। পাকিস্তানের সংখ্যালঘুদের দাবি, রাষ্ট্রপুঞ্জ তাদের দেশের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক।

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে চরমপত্র দিয়ে বলেছে, আগামী জুন মাসের মধ্যে জঙ্গিদের অর্থসাহায্য বন্ধ করতেই হবে। নাহলে তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন