আমার সকাল : করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকর, মৃত্যু সংখ্যা ২৬

নিজস্ব প্রতিনিধি : চিনের সাথে সাথে ইরানেও কারোনা থাবা পড়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। আক্রান্তের মোট সংখ্যা ২৪৫। এবার করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকর। তিনি ইরানের নারী ও পরিবার কল্যাণ বিষয়ে প্রেসিডেন্ট হাসান রৌহানির উপদেষ্টা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মাসুমেহ এবতেকরের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আক্রান্তের মধ্যে রয়েছেন সে দেশের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারির্চির ও আর এক সাংসদও। ইরান সরকার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক ও উদ্বিগ্ন। তেহরান, কোম, মাশাদ-সহ দেশের ২২টা শহরে শুক্রবারের নমাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী সপ্তাহে সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়ে ইরানের স্বাস্থ্যকর্তা আশ্বাস দেন, খুব শিগগির এই ভাইরাসের বিস্তার থামাতে সক্ষম হবেন তাঁরা। ভাইরাসে আক্রান্ত অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠছেন বলেও দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন