নিজস্ব প্রতিনিধি : চিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছড়ালো ২ হাজারের বেশি। আর আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার। আর এইসবের মধ্যে উহান শহরের আটকে পড়া ভারতীদের রায়ুসেনার বিমানকে বাধা দেওয়ার অভিয়োগ উঠেছে চিনের বিরুদ্ধে।
উহান শহরে আটকে পড়া ভারতীদের ফিরিয়ে আনতে এর আগে এয়ার ইন্ডিয়ার দু’টি বিশেষ বিমান চিনে পাঠিয়েছিল। তারপরেও এখনও চিনে বেশকিছু ভারতীয়রা আটকে রয়েছে। আর তাঁদের দেশে ফিরিয়ে আনতে ভারতসরকার আবার একটি বিশেষ বিমান চিনে পাঠাবে বলে গত ১৭ তারিখ ঘোষণা করে। কিন্তু এবার চিন প্রশাসন নাকি তাঁদের আকাশ পথ ব্যবহার করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছে চিন। শুক্রবারই বেজিংয়ের তরফে সাফ জানানো হয়েছে এমন কোনও পদক্ষেপ নেয়নি তারা।