নিজস্ব সংবাদদাতা: মহামারীর মতো চিনে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। উহান শহরে এখনও আটকে রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়। তাঁদের ফিরিয়ে আনতে চায় ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান। কিন্তু চিন নাকি তাদের আকাশপথের সীমানা ব্যবহারের অনুমতি দিচ্ছে না। একটি সূত্রের দাবি ইচ্ছে করেই এমনটা করছে চিন। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান সি-১৭ গ্লোবমাস্টারকে ইচ্ছে করেই চিনে ঢোকার ছাড়পত্র দিতে দেরি করছে বেজিং সরকার।যদিও ওইদিনই এমন গুরুতর অভিযোগ খারিজ করে দেয় বেজিং।
বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার ইউহানে আটক ভারতীয়দের উদ্ধার করে ফিরিয়ে আনবে। ১৭ ফেব্রুয়ারি এই ঘোষণা করে বিমান পাঠায় ভারত। পাশাপাশি, বিদেশমন্ত্রকের তরফ থেকে জানা যায়, ওই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চালাতে চিকিৎসার সরঞ্জাম দিয়ে ইউহান প্রশাসনকে সহযোগিতা করতে চায় ভারত। কিন্তু তা সত্ত্বেও ওই দেশের তরফ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। ভারতীয় বিদেশমন্ত্রকের প্রশ্ন তোলে, “ফ্রান্স-সহ অন্যান্য দেশ থেকে চিকিৎসার সরঞ্জাম ও নানা ত্রাণ-সামগ্রী নিয়ে বিমান প্রবেশ করছে উহানে।
তাহলে কেন চিন সরকার ভারতীয় বিমানকে ছাড়পত্র দিতে দেরি করছে? ভারতীয় বিমানকে তারা অনুমতি দিচ্ছে না কেন? কেন আমাদের নাগরিকদের ইউহান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বাধার সৃষ্টি করছে? তবে কি চিন ইচ্ছাকৃতভাবেই ভারতীয় নাগরিকদের কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে রাখতে চাইছে?”যদিও সব অভিযোগ অস্বীকার করেছে চিন। শুক্রবারই বেজিংয়ের তরফে সাফ জানানো হয়েছে এমন কোনও পদক্ষেপ নেয়নি তারা। তাদের তরফে জানানো হচ্ছে, যে উহানকে যেহেতু করোনা ভাইরাসের আঁতুড়ঘর হিসাবে ধরা হচ্ছে তাই সেখানে বাড়তি সর্তক থাকছে প্রশাসন। এতে ভারতের বিশেষ বিমানকে আটকানোর কোন উদ্দেশ্য নেই।