আমার সকাল: ট্রাম্পের সাথে ভারত সফরে আসতে পারে মেয়ে-জামাই, প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি

নিজস্ব সংবাদদাতা: সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে সঙ্গী হতে পারেন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্পও। থাকতে পারেন জামাতা জারেদ খুশনের। শুক্রবার এক সর্বভারতীয় সংবাদসংস্থা থেকে এমনই খবর মিলেছে। সোমবার ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ভারতও। ইতিমধ্যে সেজে উঠেছে গুজরাট। ধারেভারে কম যায় না আগ্রাও। একদিকে যেমন দুর্গন্ধ এড়াতে যমুনায় জল ছাড়া হচ্ছে, তেমনই বিমানবন্দর থেকে তাজমহল আসার রাস্তার দুধারের দেওয়ালে পড়ছে নতুন রঙের প্রলেপ।

মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে স্বাগত বার্তা লেখা হয়েছে।শুধু সপরিবারে নয়, সূত্র জানাচ্ছে, সদলবলে আসবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ দেশে আসছে আমেরিকার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও। সেই দলে থাকছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান, ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনুচিন, বাণিজ্য বিষয়ক সচিব উইলবার রস এবং শক্তি তথা জ্বালানি উৎপাদনকারী বিভাগের সচিব ড্যান ব্রাওলেট।

আমার সকাল: ট্রাম্পের নাকে যেন দুর্গন্ধ না যায়, যমুনায় জল ছাড়ছে যোগী  সরকার

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সপরিবারে ভারত সফরে এসে গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন ট্রাম্প। শেষ পাওয়া খবরে, গুজরাট থেকে দিল্লি আসার পথে একবার আগ্রায় তাজমহল দর্শনও সারবে ট্রাম্প পরিবার।গুজরাটের পাশপাশি পিছিয়ে নেই আগ্রাও।খেরিয়া বিমানবন্দর থেকে তাজমহল পর্যন্ত রাস্তার দুধারে দেওয়ালে পড়ছে নতুন রঙের প্রলেপ। তাতে মার্কিন প্রেসিডেন্টের ছবি আঁকা হয়েছে। তাঁকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে নানা স্লোগানও। ফলে এককথায় বলাই যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট ফ্যামিলি’কে স্বাগত জানাতে প্রস্তুত ভারত।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন