নিজস্ব প্রতিনিধি : লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের ৯২তম অস্কারের মঞ্চে লেখা হল ইতিহাস। গোটা বিশ্বকে চমকে দিয়ে সেরা হলিউড ছবিদের ঘেরাটোপ থেকে অস্কার ছিনিয়ে নিল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। পাশাপাশি এবার জোকার ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন জোয়াকিন ফিনিক্স। মোট ১১টি বিভাগে মনোনীত হয়ে অস্কারে দাপট বজায় রাখল টড ফিলিপ্সের ‘জোকার’। সেরা অভিনেতা হোয়াকিন ফিনিক্স। তিনি বলেন, “আমি মনে করি, সবচেয়ে বড় যে পুরস্কার আমি পেয়েছি, তা হল এখানে বলার সুযোগ পাওয়া। যারা কিছু বলতে পারে না, তাদের কথা জানানোর জন্য আমি এই সুযোগ ব্যবহার করব।”
অস্কার পাওয়ার পর ৪৫ বছর বয়সী অভিনেতা হোয়াকিন ফিনিক্স বলেন, “আমি অস্কার পেয়েছি বলেই বিরাট কিছু একটা হয়ে গিয়েছি এমন নয়। আমার সঙ্গে আরও যাঁরা নমিনেশন পেয়েছিলেন, তাঁরা সকলেই ফিল্মকে ভালবাসেন। এই সঙ্গীদের না পেলে আমি আজ যা হয়েছি তা হতে পারতাম না।” পরে তিনি জাতিবিদ্বেষের বিরোধিতা করে বলেন, “আমরা লিঙ্গবৈষম্য, জাতিবিদ্বেষ, ভূমিপুত্রদের অধিকার বা পশুদের অধিকার, যা কিছু নিয়েই আমরা বলি না কেন, তা প্রভুত্বের মানসিকতার বিরোধী। কেবল একটি জাতি বা একটি প্রজাতির জীব বাকিদের ওপরে প্রভুত্ব করবে, তা আমরা মানি না।”
Actor Joaquin Phoenix gives emotional Best Actor acceptance speech for his performance in "Joker."#Oscarshttps://t.co/cm6hY14ce0 pic.twitter.com/AwOdzDvYXK
— ABC News (@ABC) February 10, 2020
এদিন ওয়াকিন নিজের সমালোচনা করে বলেন, “আমি অনেক সময় স্কাউন্ড্রেলের মতো আচরণ করেছি। বহু ক্ষেত্রে স্বার্থপর হয়েছি। মাঝে মাঝে নিষ্ঠুরতাও দেখিয়েছি। আমার সঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীরা সমস্যায় পড়েছেন।” উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এর পরেও যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ।”