নিজস্ব প্রতিনিধি : অসৌজন্যতার জন্যে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যতার প্রতিটি কপি একএক করে ভরাসভায় মাঝে ছিড়ে ফেলে দিলেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তথা ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বক্ততা করেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিয়ম মেনে বক্তৃতার একটি লিখিত কপি স্পিকারের হাতে তুলে দেন ট্রাম্প। সেইসময় তাঁকে অভিবাদন জানাতে উঠে দাঁড়ান ন্যান্সি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেন স্পিকার ন্যান্সি পেলোসি। তবে করমর্দনে কোনও আগ্রহ প্রকাশ করলেন না মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তা দেখেও মুখ ঘুরিয়ে নেন ট্রাম্প। ন্যান্সির হাতে কাগজের গোছা ধরিয়েই তাঁর দিকে পিছন ফিরে দাঁড়ান।
@MsBlaireWhite
I’m sure I will be lambasted for this but fair is fair. @SpeakerPelosi looked so pathetic ripping up the speech but did everyone see @realDonaldTrump being a child first?
And BTW I am #Independent
pic.twitter.com/2kZCnP7scm https://t.co/qkHzOxFRqd— BH (@bradyjholt) February 5, 2020
প্রায় ৮০ মিনিট ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পর সংসদের মাঝেই প্রেসিডেন্টের বক্তৃতার প্রতিটি লিপি ছিড়ে ফেললেন স্পিকার। সেইসময় রিপাবলিকানরা সকলেই হাততালি দিতে ব্যস্ত ছিলেন। পরে সংবাদমাধ্যমে ন্যান্সি বলেন, ‘‘অন্য কিছুও করা যেত। তবে যথেষ্ট বিনয় দেখিয়েছি আমি।’’
You cannot be more disrespectful than this. @SpeakerPelosi is seeking attention with this desperate move. Does it have to get physical? @realDonaldTrump is the #POTUSTrump if you cannot respect him as a person, please respect the office of the POTUS. https://t.co/zYh4vylZgM
— MATAMBA LUKASU (@MatambaL) February 5, 2020
এদিন ট্রাম্প বলেন, সংসদে আমেরিকার স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করছে ডোমোক্রেটরা। পাশাপাশি, বিশ্বে ফের ‘গ্রেট আমেরিকা’র উত্থানে আগামী চারবছরের কার্যপন্থার বিষয়গুলিও তুলে ধরেন তিনি। যদিও, ভাষণে একবারের জন্যও ইমপিচমেন্ট প্রক্রিয়া নিয়ে মুখ খোলেননি ট্রাম্প।
আমার সকাল : ইরানের ভুল হামলার জেরে ভেঙে পড়েছে বিমান! দাবি করল আমেরিকা, প্রমাণ চাইল তেহরান