আমার সকাল : করোনাভাইরাসকে আটঁকাতে আমেরিকার সাহায্য নিতে আপত্তি নেই, জানিয়ে দিল চিন

নিজস্ব প্রতিনিধি : যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে চিন প্রশাসনের । মঙ্গলবার পর্যন্ত চিনে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ছুঁয়েছে ৪২৫। আর আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি। এবার আমেরিকার সাহায্য নিতে রাজি আছে বলে জানালেন চিন প্রশাসন। বুধবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং আজ বলেছেন, ‘‘আমেরিকা একটি নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিপূর্ণ যুক্তিযুক্ত অবস্থান নিক। অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ করুক। আমেরিকা বারবারই সহায়তা করার আগ্রহ দেখিয়েছে। চিন সেটা জানে। আমাদের আশা, দ্রুত আমরা সাহায্য পাব।’’ হোয়াইট হাউসও জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মার্কিন বিশেষজ্ঞদের এই ভাইরাস সংক্রান্ত গবেষণা ও লড়াইয়ের প্রস্তাবে সায় দিয়েছে চিন।  তবে এর আগে চিন প্রশাসন অভিযোগ করেছিলন, আমেরিকা অহেতুক এই রোগ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মার্কিন সরকারি সংস্থা ‘হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস অ্যান্ড রিজেনারন (HHS)’ মনোক্লোনাল অ্যান্ডিবডি তৈরি করছে। গবেষকরা জানাচ্ছেন, এই অ্যান্টিবডি যে কোনও ভাইরাল জ্বর, ইনফ্লুয়েঞ্জার মোকাবিলা করতে সক্ষম। রিজেনারনের REGN-EB3 তিনটি মোনোক্লোনাল অ্যান্টিবডির সংমিশ্রণ। নোভেল করোনাভাইরাসের সঙ্গে মার্স ভাইরাসের বিস্তর মিল, তাই করোনা আক্রান্ত রোগীদের উপরেও এই অ্যান্টিবডি সমানভাবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে।

হুবেইয়ের প্রাদেশিক রাজধানী শহর উহান-সহ বেশ কিছু শহর তালাবন্ধ হয়ে যাওয়া এবং চিনে সফর নিয়ন্ত্রিত হওয়ায় আন্তর্জাতিক ভাবে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে চিন। আর্থিক অব্যবস্থার আশঙ্কা আরও বাড়ছে।

এখনও পর্যন্ত ২৩টি দেশে এই করোনাভাইরাস ছড়িয়েছে। এ দিনও ব্রিটেন থেকে নতুন করে এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর এসেছে। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১১ ছাড়িয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি নভেল করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভরতি হন, তিনি যে বাড়িতে থাকতেন সেখানকার এক বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হয়ে আগেই হাসপাতালে ভরতি হয়েছেন।

আমার সকাল : করোনা আক্রান্ত! বাবা-ভাই ভর্তি হাসপাতালে, বাড়িতে না খেতে পেয়ে মৃত্যু প্রতিবন্ধী কিশোর

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন