নিজস্ব সংবাদদাতা: করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী। জরুরী অবস্থা জারি করতে বাধ্য হয়েছে ‘হু’। করোনা ভাইরাসের উৎসস্থল হিসাবে চিহ্নিত চীনের সাথে সমস্তরকম যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বিশ্বের অন্য দেশগুলো। চীন ইতিমধ্যেই করোনা ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের। মারণ ভাইরাসের থাবায় বেসামাল অবস্থা চীন সরকারের। তবে বিশ্বের কাছে চীনের প্রযুক্তি সবচেয়ে ওপরের সারিতে।
সেদেশে করোনা ভাইরাসের থাবায় পরিস্থিতি এমন জায়গায় পৌছেছে যে দিন দিন সঙ্কটে পড়ছে চীনের চিকিৎসা ব্যবস্থা। কিন্তু বিশ্ববাসীকে তাক লাগিয়ে ফের তারা প্রমাণ করলো যেকোন ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের আছে। মাত্র ১০ দিনে তৈরি হয়ে গেল এক হাজার শয্যার একটি আস্ত একটি হাসপাতাল। করোনাভাইরাসের মোকাবিলা করতে চিনের উহান প্রদেশে হুশেনশান হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। দ্রুত হাসপাতাল তৈরির খবর আগেই প্রকাশ্যে এসেছিল। সোমবার নবনির্মিত এই হাসপাতালে চিকিত্সক ও চিকিত্সা কর্মীরা কাজ শুরু করেছেন।
কী ভাবে দ্রুত এই হাসপাতালটি গড়ে উঠেছে তার কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছে ২৪ জানুয়ারি হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। ২ ফেব্রুয়ারি কাজ শেষ হয়। সোমবার ৩ ফেব্রুয়ারি সেটিতে চিকিত্সার কাজ শুরু হয়েছে।