নিজস্ব প্রতিনিধি : একে বলে কপাল! এক বছরও এখন পুরো হয়নি তাঁর মধ্যে জন্মদিনের আগের কিছুদিনের আগে কোটিপতি হয়ে গেল শিশু। তাও আবার ৭ কোটি টাকার মালিক এখন সে। এবার তাহলে খুলে বলা যাক, কয়েক দিন আগে ছেলের নামে একটি লটারির টিকিট কাটে তার বাবা সেই লটারিতেই উঠেছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট। বুধবার এই খবর জানিয়েছে আরবের সংবাদ মাধ্যম।
ভারতীয় বংশোদ্ভূত কেরলের রামিজ হরমান আবু ধাবিতে একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। কখনও রামজি ভাবেননি ছেলের দৌলতে কপালে এমন জ্যাকপট জুটবে। গালফ নিউজের রিপোর্টে জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হবে ছেলের। রামিজ তাঁর ছেলে মহম্মদ সালাহ-র নামে একটি লটারি কাটেন।
মঙ্গলবার মাসিক এই লটারির ফলাফল ঘোষণা হলে দেখা যায় টিকিট নম্বর ১৩১৯ জিতে গিয়েছে ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাত কোটি ১২ লক্ষ ৫০০ টাকা। রামিজ বলছেন, “ছেলের ভবিষ্যত এখন সুরক্ষিত। ওর নামে টিকিট কেটে টাকা জিতেছি। এই অর্থ ছেলের ভবিষ্যতের জন্য খরচ করবেন।”