আমার সকাল : আবহাওয়া খারাপ! ইস্তানবুল বিমান দুর্ঘটনায় মৃত্যু ৩ জন, একটুর জন্যে রক্ষা পেল ১৭৯ যাত্রী

নিজস্ব প্রতিনিধি : ইস্তানবুল বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। একটুর জন্যে প্রাণ রক্ষা পেলেও আহত হয়েছেন ১৭৯ জন। আবহাওয়া খারাপ থাকার কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার আবহাওয়া খুবই খারাপ ইস্তানবুলে। ঝোড় হাওয়ার দাপটের সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময়ে বিমানটি পিছলে যায়। অবতরণের সময় আগুন ধরে যায় বিমানে। অনুমান ঝোড়ো হাওয়ার সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটেছে। রানওয়েতেই আছড়ে পড়ে যাত্রিবাহী বিমান। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল কেউ মারা যাননি। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। তবে পরে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে তুরস্কের তিন নাগরিকের। গুরুতর ভাবে আহত হয়েছেন বাকিরা।  জানা গিয়েছে, তুরস্কের ওই বিমানে ৬ জন ক্রু মেম্বার-সহ মোট ১৭৭ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১২ জন শিশু ছিল বলেও জানা গিয়েছিল।

ইয়েরলিকায়া জানান, দুর্ঘটনাগ্রস্থ বোয়িং ৭৩৭ বিমানটির তত্ত্ববধানে ছিল তুরস্কের পেগাসাস এয়ারলাইন্স। আহতরা ইস্তানবুলের ১৮টি হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি রয়েছেন। দুর্ঘটনায় এক বিমানযাত্রীর মৃত্যুর খবরও নিশ্চিত করেন। ইস্তানবুলের স্থানীয় সংবাদমাধ্যমে বিমান দুর্ঘটনার সাংঘাতিক ছবি দেখানো হয়েছে। ভাইরাল হয়ে যায় খণ্ডবিখণ্ড বিমানের ছবি। যা দেখে অনেকেই শিউরে উঠছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন