নিজস্ব প্রতিনিধি : অবশেষে শাস্তি পেল ২৬/১১ হামলার মূলচক্রী ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ। সন্ত্রাসের টাকা জোগান দেওযার অপরাধে ৫ বছর ৬ মাস কারাদণ্ডের আদেশ দিল লাহোরের সন্ত্রাস দমন আদালত। গত ৬ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রাখে আদালত।
কারাদণ্ডের পাশাপাশি হাফিজ সইদকে ১৫,০০০ টাকা জারিমানও করেছে আদালত। পাকিস্তানের সন্ত্রাস দমন আইনের ১১ এফ ধারায় তাকে সাজা দিল আদালত। এদিকে মুম্বই হামলা প্রধান ছিল এই হাফিজ সইদ। সেবার জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। পাকিস্তানের মাটিতেই হাফিজের বিরুদ্ধে ২৩টি জঙ্গি হামলার মামলা রয়েছে।
২০০৮ সালে মুম্বই হামলার পরই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ করে হাফিজ সইদকে। তার গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি হয়। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ সম্পত্তি। গত বছর জুলাই মাসে পাকিস্তান থেকে গ্রেফতার হয় হাফিজ সইদ। সেই সময় জঙ্গিদমন আদালেত চার্জশিট দেয় পাক পুলিস। শুনানি শুরু হয় ৩০ নভেম্বর। শেষপর্যন্ত শুনানি শেষ হয় গত ৬ ফেব্রুয়ারি।