নিজস্ব প্রতিনিধি : গোটা চিনে দিনে দিনে ভয়াবহ আকার নিচ্ছে করোনাভাইরাস। এবার এক দিনে করোনাবাইরাসে মৃত্যু হল ২৪২ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩১০। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬০ হাজারে বেশি। করোনাভাইরাসে কারণে মৃতের সংখ্যা এখন পর্যন্ত সব রেকর্ড ভেঙে দিল।
গতকাল চিনের হুবেই প্রদেশে নতুন করে ১৫ হাজার রোগীর দেহে করোনাভাইরাস মিলেছ। হুবেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে পরীক্ষার পর করোনোর মৃত্যু নিশ্চিত হলে তবেই তা মৃতের তালিকায় তোলা হবে। এছাড়া চিন আরও সিদ্ধান্ত নিয়েছে, হুবেই যেহুতু সবথেকে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে তাই এবার শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সরকারের কড়া পদক্ষেপে ইতিবাচক সুফল মিলছে। তবে চিনা বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন, এই মাসের শেষের দিকে চরম আকার নেবে এই রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র দাবি, ২০০২-০৩ সালে সিভিয়ার অ্যাকুইটি রেসপিরেটরি সিনড্রোম (সার্স)-এর মারণ রোগে মৃত্যু হয়েছিল ৭৭৪ জনের। তাকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়ল নোভেল করোনাভাইরাস।