আমার সকাল: সিএএ বিরোধী আন্দোলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার অপরাধে বাংলাদেশি পড়ুয়াকে দেশ ছাড়তে বলল বিদেশমন্ত্রক

নিজস্ব সংবাদদাতা: বামেদের ডাকা বনধে শামিল হয়েছিলেন তিনি। বিশ্বভারতীর কেন্দ্রীয় দপ্তরের সামনে দীর্ঘক্ষণ আন্দোলন চালিয়েছিলেন। তাতেই বিপত্তি। বিদেশি পড়ুয়া হয়ে এদেশের ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় বিশ্বভারতীর বাংলাদেশের পড়ুয়া আপসারা মিমকে দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে তাঁকে।নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ডিসেম্বর মাসে বেশ কয়েক বার আন্দোলন হয়েছে বিশ্বভারতীতে। আন্দোলনে ছাত্রছাত্রীরা তো বটেই, অধ্যাপকরাও যোগ দিয়েছিলেন। সেই আন্দোলনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন আফসারা।

বাংলাদেশের কুষ্ঠিয়ার আফসারা ২০১৮ সালে বিশ্বভারতীতে যোগ দেন। তিনি কলাভবনে ডিজাইন নিয়ে স্নাতক ডিগ্রি কোর্সের ছাত্রী। ১৪ ফেব্রুয়ারি আফসারাকে একটি ইমেল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁকে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে দেখা করতে বলা হয়। তিনি দেখা না করায় ২০ ফেব্রুয়ারি ফের একটি ইমেল করে ২৪ ফেব্রুয়ারি তাঁকে একই জায়গায় দেখা করতে বলা হয়। একবারও তিনি দেখা না করায় দেশ ছাড়ার চিঠি পান।

আমার সকাল: অমিত শাহের সাথে বৈঠক বাতিল করুন, তবেই আপনি ধর্মনিরপেক্ষ! মমতাকে চ্যালেঞ্জ অধীরের

আফসারার বক্তব্য, তিনি নিয়মিত ইমেল দেখেন না বলে এই নোটিসও দেখেননি। এখন তাঁকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ। তাঁদের কথায়, ছাত্র আন্দোলন বন্ধ করতেই এহেন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। পাশাপাশি, আন্দোলনে শামিল হওয়া কোনওভাবেই অপরাধ নয় বলেই দাবি তাঁদের। তবে এপ্রসঙ্গে এখন মুখ খোলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন