আমার সকাল : বহু চেষ্ঠা পরও এবার করোনাভাইরাসের থাবা পড়ল পাকিস্তানে, আক্রান্ত ২

নিজস্ব প্রতিনিধি : বহু চেষ্ঠা করেও আটকানো গেলেও না করোনাভাইরাস। এবার করোনাভাইরাসের থাবা পড়ল পাকিস্তানে। আক্রান্ত ২ জন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক। এক পাক স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, দুই জনের রক্তে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। তাদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও দাবি ডক্টর জা়ফর মিরজা বলে ওই স্বাস্থকর্তার।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা জাফর মির্জা নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “পাকিস্তানে দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নিয়ম মেনেই দুই আক্রান্তের চিকিৎসা করা হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

জানুয়ারি মাসে চিনের হুয়ান প্রদেশে আটকে পড়েছিল বেশ কিছু পাক পড়ুয়া। সরকার যখন চিন থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনছিল, সে সময় পাক পড়ুয়াদের কাতর আর্জি ছিল, পাকিস্তান সরকারও তাদের যেনো উদ্ধার করে নিয়ে যায়। ইমরান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, করোনা মোকাবিলার মতো পরিকাঠামো না থাকায় তাদের দেশের ফেরানো সম্ভব নয়। আক্রান্ত হলে তাদের চিনেই চিকিৎসা চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন