আমার সকাল: করোনার থাবা দক্ষিণ কোরিয়া, ইতালিতে! 'হু'-এর রিপোর্টে চাপ বাড়ছে আফগানিস্তান-বাহরিনের

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের কাছে আতঙ্ক তৈরী করেছে করোনা ভাইরাস। পৃথিবীর মানচিত্র থেকে কার্যত বাদ চলে গিয়েছে করোনার উৎসস্থল হিসাবে চিহ্নিত চীন। পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারন করছে সেই আশঙ্কা করেই বিশ্বজুড়ে জরুরী অবস্থা জারি করেছে ‘হু’। শুধু তাই নয় চীন ছাড়াও আরো ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এবার মারাত্মক ভাইরাসের থাবা ক্রমেই ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।চিনের ন্যাশনাল হেলথ কমিশন যতই দাবি করুক, ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে চিনে। শুধুমাত্র হুবেই প্রদেশেই মৃত্যু হয়েছে ৯৬ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৪২।

উহান এই সংক্রমণের আঁতুরঘর হলেও বিশ্বের নানা দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন আক্রান্তের হদিশ মিলেছে আফগানিস্তান, বাহারিনে। অন্যদিকে ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়ায় ভাইরাসের সংক্রমণ মহামারীর আকার নিচ্ছে।নভেল করোনাভাইরাস আতঙ্ক ছড়াতে শুরু করেছে দক্ষিণ কোরিয়াতেও। রবিবার আক্রান্ত হয়েছেন ১২৩ জন। সোমবার নতুন করে তা বেড়ে যায়। এই দিনের সংখ্যা ১৬১। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৬৩। মৃত্যু হয়েছে ৫ জনের , ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি দক্ষিণ কোরিয়ায়। ভাইরাস ছড়িয়েছে শহরের বিভিন্ন জায়গায়।

একাধিক শপিং মল, সিনেমা হল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে।দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স ও হুন্ডাই মোটর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বাড়িতে বসে কাজ করার কথা বলেছেন সংস্থার কর্মীরা। চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড ও সিঙ্গাপুরের পাশাপাশি আজ থেকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল থেকে আসা যাত্রীদেরও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন।

আমার সকাল : করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু হল উহানের অন্যতম বড় উচাং হাসপাতালের ডিরেক্টরে

‘হু’ ররিপোর্ট বলছে, আফগানিস্তান ও বাহারিনেও ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। বাহারিনে একজনের শরীরে ভাইরাসের সংক্রমণ পজিটিভ, কুয়েতে আক্রান্ত তিন জন। চিন থেকে শুরু হলেও গত দেড় মাসে সারা বিশ্বে ৭৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাস সংক্রমণের শিকার বলে জানাচ্ছে হু। ইরানে রবিবার মৃত্যু হয়েছে আরও ৩ জনের। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত হয়েছেন ১৫ জন। ইরান-পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন