নিজস্ব প্রতিনিধি: ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। সোমবার সকালেই আহমেদাবাদ বিমানবন্দরে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরেই হাজির হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ট্রাম্প ভারতে থাকাকালীনই উত্তপ্ত হয়ে উঠল দিল্লি। সোমবার রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্ঘর্ষ বাঁধে। তাতে রতনলাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেরে মউজপুরের কাছে কবীর নগরে উত্তেজনা ছড়ায়। এমনকী দিল্লি পুলিশের সামনেই বন্দুক হাতে নিয়ে আস্ফালন করতে দেখা যায় এক যুবককে। যদিও সে CAA সমর্থক নাকি বিক্ষোভকারী—সে ব্যাপারে এখনও স্পষ্ট জানা যায়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে।
রবিবারের পর সোমবার সকাল থেকে মউজপুর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়।দুপক্ষের মধ্যে দফায় দফায় অশান্তি বাধে। দুপুরের পর মৌজপুর মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়ি ও মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, বিক্ষোভকারীরাই এই ঘটনা ঘটিয়েছে। তারাই হিংসা ছড়াচ্ছে। পাল্টা বিক্ষোভকারীদের বক্তব্য, শান্তিপূর্ণ বিক্ষোভ ভাঙতে বিজেপিই লোক পাঠিয়ে অশান্তি পাকাচ্ছে।এদিকে কপিলনগর এলাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, মেরুন শার্ট পড়া এক ব্যক্তি বন্দুক নিয়ে হুমকি দিচ্ছে। পিছন থেকে কয়েকজন পাথর ছুঁড়ছেন।