নিজস্ব সংবাদদাতা: ভারতে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। তাঁকে স্বাগত জানাতে তৈরী হয়ে গিয়েছে নয়াদিল্লি। ট্রাম্পের জন্য আহমেদাবাদ, আগ্রাতে এলাহি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় যাতে কোন খামতি না থাকে সেদিকে বাড়তি নজর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লির নিরাপত্তায় আস্থা না রেখে কার্যত প্রেসিডেন্টের জন্য নিজেদের মতো করে নিরাপত্তা সাজিয়ে নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পকে স্বাগত জানাতে কোন খামতি রাখছে না মোদী সরকার।
পাল্টা ভারত সফরে আসার অপেক্ষায় রয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেও। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যের একটু পর ওয়াশিংটন থেকে ভারত সফরের উদ্দেশ্যে রওনা হবেন ট্রাম্প পরিবার। তার আগে ভারত আসা নিয়ে তিনি মজার একটি ভিডিও পোস্ট করলেন। বন্ধু নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে আসছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকেও যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ৮১ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। যেখানে নিজেকে বাহুবলী বলে দাবি করেছেন। তাঁর সঙ্গে ঘোড়ায় চেপেছেন স্ত্রী মেলানিয়াও। ট্রাম্পের দুই কাঁধে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। আর রাস্তার দুদিকে জড়ো হওয়া দেশবাসী তাঁদের অভিবাদন জানাচ্ছেন।
আমার সকাল: ট্রাম্প সফরের আগেই ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের গেট, প্রশ্নের মুখে আয়োজকরা
এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “ভারতে আমার খুব ভাল বন্ধুদের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি। ২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাটের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। তবে শেষমেষ বলাই যায়, প্রস্তুতি সারা এবার শুধু ভারতের মাটি ছোঁয়ার অপেক্ষা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান।
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020