নিজস্ব প্রতিনিধি: ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। তাঁকে স্বাগত জানাতে তৈরী নয়াদিল্লি। দুদিনের ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট যাবেন গুজরাটে। সেখানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরার উদ্বোধন করবেন ভারত-মার্কিন দুদেশের রাষ্ট্রনেতারা। তবে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সায়ে সৌজন্য সাক্ষাতও করতে পারবেন না গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তবে সরকারি সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট শুধু আহমেদাবাদ নয় যেতে পারেন আগ্রার তাজমহলে দর্শনেও।
সেইমত শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ শুরু করেছে যোগী সরকারও। তবে ডোনাল ট্রাম্প ভারতে পা রাখার আগে কুটনৈতিক চাল দিতে তৈরী কেন্দ্রের সরকারও। সূত্র মারফৎ জানা গিয়েছে, আগ্রায় তাজমহল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাম্পের সফরসঙ্গী হচ্ছেন না। এমনকী কোনও সরকারি আধিকারিকও প্রতিনিধি হিসেবে সঙ্গে থাকছেন না বলে খবর মেলে। এই বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু চাপা উত্তেজনা। বিরোধী রাজনীতিকদের মতে বাণিজ্যক চুক্তি সাক্ষরিত হচ্ছে না বলেই কী মার্কিন প্রেসিডেন্টের সফরসঙ্গী হতে চাইছেন না প্রধানমন্ত্রী?
আমার সকাল: ট্রাম্পের সাথে ভারত সফরে আসতে পারে মেয়ে-জামাই, প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি
তবে “নমস্তে ট্রাম্প” নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রাম্প ও তাঁর ঘরনিকে স্বাগত জানাবে আহমেদাবাদ শহর। বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম মোতেরায় এই দুই রাষ্ট্রনায়ক জনগনের সামনে নিজেদের বক্তব্য রাখবেন। কিন্তু পূর্ব সূচী অনুযায়ী আহমেদাবাদে ট্রাম্পের সঙ্গী মোদী থাকলেও আগ্রায় তিনি যাবেন না কেন সেই বিষয়ে সঠিক কোন তথ্যই এখনও পর্যন্ত সামনে আসে নি। তবে কেন্দ্রের শীর্ষকর্তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি আগ্রা সফরে যান তাহলে কেন্দ্রের তরফে তাঁর জন্য সবরকম ব্যবস্থা করা থাকবে। কিন্তু কেন নয়াদিল্লির তরফে ট্রাম্প পরিবারের আগ্রা দর্শনে পাঠানো হবে না সরকারি কোন পদস্থ আধিকারিককে সেই বিষয়ে কোন কিছুই জানানো হয় নি।