আমার সকাল : ৭ লক্ষ টাকার বিনিময় এবার গ্রিজলি ভালুক শিকার করবে ডোনাল্ড ট্রাম্পের ছেলে

নিজস্ব প্রতিনিধি : ৭ লক্ষ টাকার বিনিময় এবার গ্রিজলি ভালুক শিকার করতে পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। কয়েকদিন আগে আলাস্কার উত্তর-পশ্চিমে সেওয়ার্ডে বাদামী রঙের ভালুক শিকার করার জন্যে আবেদন করেছিল ট্রাম্প পুত্র। শুক্রবার আলাস্কার বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের প্রধান এডি গ্রাসার জানিয়েছেন, ১ হাজার ডলার বা ৭ লক্ষ ১৮ হাজার ৮৭৫ টাকার বিনিময়ে তিন এই শীকার করতে পারবেন।

আলাস্কার বেরিং উপকূল অঞ্চলে এই ভল্লুকের যথেচ্ছ উপদ্রব রয়েছে। স্থানীয় ছাড়াও বাইরের কেউ শিকার করতে পারবেন, এমন উদ্যোগ নিয়েছে আলাস্কার প্রশাসন। এডি গ্রাসার জানান, প্রতি বছর কয়েক হাজার মানুষ শিকার করার জন্য আবেদনপত্র দেন। ২৭টি এমন এলাকায় শিকারের অনুমতি দিয়ে শুক্রবার লটারির ফল ঘোষিত হয়েছে। তাতেই দেখা যায়, ভালুক শিকারের অনুমতি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র।

তবে এই প্রথম নয় এর আগেও মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে কানাডা ও আলাস্কায় কয়েকবার শিকার করেছেন। জানা গিয়েছে, এবছরের শেষেই ট্রাম্প পুত্র আলাস্কায় হরিণ ও হাঁস শিকার করতে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন