নিজস্ব প্রতিনিধি : 185 টাকার লটারি কেটে ২৩ তরুণী জেতে নিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার ফার্ম হাউস। ঘটনাটি ঘটেছে ইউরোপের ওয়েস্ট মিডল্যান্ডের বিলস্টোনে।
জানা গিয়েছে, ফার্ম হাউসটি বিক্রি করতে চাইছিলেন ফার্ম হাউসটি আসল মালিক। কিন্তু কেনার লোক ঠিক মতো না পেয়ে শেষ পর্যন্ত তিনি লটারি ব্যবস্থা করেন।
এদিকে, ওই ফার্ম হাউসটি বেশ পচ্ছন্দ ছিল ২৩ বছরের জেম্মা নিকলিন। তিনি যখন শোনে যে একটি লটারি মাধ্যে ফার্ম হাউসটি তার হতে পারে, সে তখন আর দেরি না করে ২ টি লটারি কেটে ছিল। ওই টিকিটের দাম ছিল দুই ইউরোর, যার মূল্য ভারতীয় মুদ্রায় ১৮৫ টাকা। তবে শুরু জেম্মা নয় তার মা ও বয়ফ্রেন্টও লটারি টিকিট কেটেছি। জানা গিয়েছে, জেম্মা বাবা-মা কেটেছিলেন ১০টি টিকিট। তাঁর বয়ফ্রেন্ড কিনেছিলেন ৫টি টিকিট। তবে জেম্মা কাটা দু’টি টিকিটই তার সম্পনের ফার্ম হাউসটি তার করে দিল। ভারতীয় মুদ্রায় সেই ফার্ম হাউসের দাম প্রায় চার কোটি ষাট লক্ষ টাকা।
শ্রপশায়ারের ওই ফার্ম হাউসটি জেতার পর জেম্মা তাঁর খুশী লুকিয়ে রাখেনি। তিনি জানিযেছেন, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ওই ফার্ম হাউসে শিফট করবে।