আমার সকাল: সাই-তে ট্রায়ালে যাচ্ছেন শ্রীনিবাসন! বোল্টের রেকর্ড ভাঙা 'কন্নড় যুবকের' পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের দ্রুততম মানুষের নাম উসেইন বোল্ট। কারণ, হিসাবে উঠে আসে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের থেকেও দৌড়ের ট্র্যাকে বোল্টের গতি বেশি। তাই তিনি পৃথিবীর দ্রুততম ব্যাক্তি হিসাবে নিজের নাম সবার উপরেই রেখেছিলেন। কিন্তু এবার নাকি সেই রেকর্ড ভেঙে গিয়েছে। বোল্টের থেকেও দ্রুত দৌড়ানো মানুষকে পাওয়া গেল এই ভারতেই। নেপথ্যে কর্নাটকের দক্ষিন কন্নড়ের এক যুবক। তবে তিনি যে দৌড়ে উইসেন বোল্টের রেকর্ড ভেঙে দিয়েছেন তা তিনি নিজেও জানেন না।কাম্বালা উৎসবে পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করেন শ্রীনিবাস। তাঁর এই গতি দেখে অবাক হয়ে যান সবাই। তার প্রায় সঙ্গে সঙ্গে জামাইকার তারকা দৌড়বিদ উসেইন বোল্টের সঙ্গে গৌড়ার গতির তুলনা শুরু হয়ে যায়। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন। হিসেব করে দেখা গিয়েছে, গৌড়া ১০০ মিটার অতিক্রম করেছেন ৯.৫৫ সেকেন্ডে।

আমার সকাল: ১০০ মিটার দৌড় ৯.৫৫ সেকেন্ডে! মহিষ দৌড়েই উইসেন বোল্টের রেকর্ড ভাঙলেন ‘কন্নড়ের যুবক’

বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি। এর পরেই শ্রীনিবাসকে নিয়ে চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। এবার তাঁর পাশে দাঁড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু টুইট করে জানিয়েছেন, “গৌড়াকে সাইয়ের সেরা কোচদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে। ভারতের সমস্ত প্রতিভাকেই দেখে নেওয়া হবে। এই ব্যাপারে আমি নিশ্চিত করছি।” পরে তিনি জানান, গৌড়ার বেঙ্গালুরু সাই কেন্দ্রে আসার যাবতীয় ব্যবস্থা হয়ে গিয়েছে। সোমবারই তিনি সাই কেন্দ্রে এসে পৌঁছবেন বলেও জানান রিজিজু। রিজিজুর উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন